ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সা‌রোয়ার আলীর গা‌ড়িচালকসহ ৪ জ‌নের স্বীকা‌রো‌ক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
সা‌রোয়ার আলীর গা‌ড়িচালকসহ ৪ জ‌নের স্বীকা‌রো‌ক্তি

ঢাকা: মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারোয়ার আলীসহ পরিবারের সদস্যদের হত্যা‌চেষ্টা মামলায় তার সা‌বেক গা‌ড়িচালক শেখ নাজমুল ইসলামসহ চারজন আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দি‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (২৩ জানুয়া‌রি) ঢাকার চারজন মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট পৃথকভা‌বে তা‌দের জবানব‌ন্দি রেকর্ড ক‌রেন। এরপর তা‌দের কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্বীকা‌রো‌ক্তি দেওয়া অন্য আসা‌মিরা হ‌লেন- শেখ রনি (২৫), মো. মনির হোসেন (২০) ও মো. ফয়সাল কবির (২৬)।

বুধবার (২২ জানুয়ারি) শেখ নাজমুল ইসলামসহ (৩০) চারজন‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ ব্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশন (পি‌বিআই)।

বৃহস্প‌তিবার দুপু‌রে ধানম‌ণ্ডি‌তে পি‌বিআই  কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, খারাপ আচরণের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারোয়ার আলীর বাসায় ডাকাতিচেষ্টা ও হামলা হয়েছিল। সারোয়ার আলীর পরিবারকে শায়েস্তা করার উদ্দেশ্যে ডাকাতির মূল পরিকল্পনা করেন তার সাবেক গাড়িচালক শেখ নাজমুল ইসলাম।

নাজমুলের দাবি, গরিব হওয়ার কারণে ম্যাডাম (সারোয়ার আলীর স্ত্রী) তার সঙ্গে ভালো ব্যবহার করেননি। যে কারণে পরিকল্পিতভাবে গত ৫ জানুয়ারি রাতে উত্তরায় সারোয়ার আলী ও তার মেয়ের বাসায় হামলা চালায় তারা।

এর আগে মামলাটিতে বাড়ির দারোয়ান হাসান, গাড়িচালক হাফিজুল ইসলাম এবং মো. ফরহাদ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তবে ঘটনায় জড়িত আল আমিন মল্লিক ও নূর মোহাম্মদ নামে দুই জন এখনো পলাতক।

বাংলদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।