ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ইলিয়াস ব্রাদার্সের শামসুলের জামিন আবেদন খারিজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ইলিয়াস ব্রাদার্সের শামসুলের জামিন আবেদন খারিজ

ঢাকা: ঋণ নিয়ে আত্মসাতের মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের (এমইবি গ্রপ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি মো. শামসুল আলমের জামিনে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর তাকে জামিন কেন দেওয়া হবে না, এ মর্মে দুই সপ্তাহের রুল দিয়েছিলেন হাইকোর্ট।

এ দিন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান। আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও এমকে রহমান।

আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে বলেন, অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ শাখা  থেকে মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের মাধ্যমে জামানত ছাড়া ইন্দোনেশিয়ায় মালামাল কিনতে ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা ঋণ নেন।

বিদেশ থেকে মালামাল এনে বিক্রি করার পর ব্যাংকের টাকা পরিশোধ করেননি। পরে প্রতারণা, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধ বিশ্বাসভঙ্গের মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করায় দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে ১১ জনকে আসামি করে ডবলমুরিং থানায় ২০১৮ সালের ১৬ মে মামলা দায়ের করেন।

এতে আসামি করা হয়, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম, পরিচালক মো. নুরুল আলম, চেয়ারম্যান মো. নুরুল আফসার, পরিচালক জয়নাব বেগম (ব্যবস্থাপনা পরিচালকের বোন), পরিচালক কামরুন নাহার (ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী), পরিচালক তাহমিনা বেগম (ব্যবস্থাপনা পরিচালকের বোন), মো. নুরুল আমিন, ব্যাংকের আগ্রাবাদ শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জোনায়েদ বোগদাদি, অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অব.), মো. শাহজাদুল আলম, প্রিন্সিপাল অফিসার/ম্যানেজার ইয়াসমিন ফারুকীকে।

তিনি আরও বলেন, অন্য মামলায় গ্রেফতার হওয়ার পর এ মামলায় গত ২৫ নভেম্বর তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

বাংলাদেশ সময়:১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
ইএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।