ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

করোনা: সদস‌্যদের বিনাসুদে ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা: সদস‌্যদের বিনাসুদে ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি

ঢাকা: ক‌রোনা ভাইরাস নি‌য়ে সব সরকা‌রি দফতর ও আদাল‌তের কার্যক্রম বন্ধ আ‌ছে। তাই আ‌র্থিক চাপ সামলা‌তে সদস‌্যদের বিনাসু‌দে ঋণ সু‌বিধা দে‌ওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী স‌মি‌তি।

সোমবার (১৩ এ‌প্রিল) স‌মি‌তির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধ‌ান্ত নেওয়া হয়। স‌মি‌তির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল আল মামুন বাংলা‌নিউজ‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন।

তি‌নি জানান, আইনজীবী‌দের কাছ থে‌কে অনলাই‌নে আ‌বেদন নেওয়া হ‌বে। এ বিষ‌য়ে সোম বা মঙ্গলবারের মধ্যেই বা‌রের নিজস্ব ওয়েবসাই‌টে আ‌বেদ‌নের জন‌্য বিজ্ঞ‌প্তি দেওয়া হ‌বে। এসএমএ‌সের মাধ‌্যমে সদস‌্যদের আ‌বেদ‌নের বিষ‌য়ে তথ‌্য জানা‌নো হবে। আগামী সোমবার (২০ এ‌প্রিল) পর্যন্ত আ‌বেদন নেওয়া হ‌বে।

কি প‌রিমাণ ঋণ দেওয়া হ‌বে এবং তা প‌রি‌শো‌ধের সময়সীমা কত‌দিন হ‌বে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, আ‌গে দেখা হ‌বে স‌মি‌তির কতজন সদস‌্য ঋণসু‌বিধা নি‌তে আ‌বেদন ক‌রেছেন। স্বাভা‌বিকভা‌বেই আবেদনকারী সংখ‌্যা বে‌শি হ‌লে ঋ‌ণের প‌রিমাণ ক‌মে আস‌বে। এসব বিষয়ে আগামী ২০ এ‌প্রিল কার্যনির্বাহী ক‌মি‌টির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।