ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা বা‌রের সদস‌্যদের ঋণের বিষ‌য়ে সিদ্ধান্ত বৃহস্প‌তিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
ঢাকা বা‌রের সদস‌্যদের ঋণের বিষ‌য়ে সিদ্ধান্ত বৃহস্প‌তিবার

ঢাকা: ক‌রোনা পরিস্থিতিতে বরতমানে সব সরকা‌রি দফতর ও আদাল‌তের কার্যক্রম বন্ধ। তাই আর্থিক চাপ সামলা‌তে সদস‌্যদের বিনা সু‌দে ঋণ সু‌বিধা দি‌চ্ছে ঢাকা আইনজীবী স‌মি‌তি।

গত ২০ এপ্রিল ঋণের জন‌্য আবেদনের শেষ সময় ছিল। ই-মেই‌লের মাধ‌্যমে ঋণেজন‌্য আবেদন ক‌রে‌ন ৭ হাজার ৫১১ আইনজীবী।

সদস‌্যদের কী প‌রিমাণ ঋণ দেওয়া হ‌বে, সে বিষ‌য়ে সিদ্ধান্ত নি‌তে বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) বৈঠ‌ক কর‌বে ঢাকা আইনজীবী স‌মি‌তির কার্যনির্বাহী ক‌মি‌টি। অনলাই‌নে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ‌্যমে ওই বৈঠক হবে।  

এ বিষ‌য়ে ঢাকা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট ইকবাল হো‌সেন ব‌লেন, আইনজীবী‌দের অসু‌বিধার কথা বি‌বেচনা ক‌রে ঢাকা বা‌রের সদস‌্যদের জন‌্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নি‌য়ে‌ছি। ইতোমধ্যে তা‌লিকাভূক্ত প্রায় ২৫ হাজার আইনজীবীর ম‌ধ্যে ঋণের জন‌্য ৭ হাজার ৫১১ জন আবেদন ক‌রে‌ছেন। সেগুলো যাচাইবাছাই চল‌ছে। অনেকের বে‌নেভো‌লেন্ট ফা‌ন্ডে টাকা নেই, অনেকে দুইবার আবেদন ক‌রে‌ছেন, আবার অনেক শিক্ষান‌বিশও আবেদন করেছেন। আবেদনগুলো যাচাইবাছাই শে‌ষে বৃহস্প‌তিবার আমরা বসবো। এরপর ঋণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহ নাগাদ ঋণ দেওয়া সম্ভব হ‌বে ব‌লে আশাবাদ জানান ইকবাল হোসেন।  

এর আগে দুই দফায় এ বিষয়ে বৈঠ‌কের সিদ্ধান্ত হ‌লেও আবেদন যাচাইবাছাই শেষ না হওয়ায় তা পি‌ছি‌য়ে ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়। গত ১৩ এপ্রিল অনলাই‌নে স‌মি‌তির কার্যনির্বাহী কমিটির সভায় ঋণ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
কেআই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।