ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে আইনজীবীকে সাজা দেওয়ায় সুপ্রিমকোর্ট বারের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ৩, ২০২০
বরিশালে আইনজীবীকে সাজা দেওয়ায় সুপ্রিমকোর্ট বারের নিন্দা

ঢাকা: বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে মোবাইল কোর্টের মাধ্যমে দেওয়া সাজা নিয়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

রোববার (৩ মে) এক বিবৃতিতে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সমিতির নেতৃদ্বয় বলেন, যে প্রক্রিয়ায় একজন আইনজীবীকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়, বেআইনি এবং প্রচলিত আইনের পরিপন্থি।

সমিতির নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়া স্থানীয় প্রশাসন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অতি সত্বর কার্যকর কোনো ব্যবস্থা না নিলে সমিতির পক্ষ থেকে এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনায় আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে বিবৃতিতে জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ০৩, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।