ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

করোনায় গাজীপুরে আরও ২০ জনের কারামুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ১০, ২০২০
করোনায় গাজীপুরে আরও ২০ জনের কারামুক্তি

গাজীপুর: করোনা পরিস্থিতি উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আরও ২০ জন মুক্তি পেয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে রোববার (১০ মে) ওই ২০ জনকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারাগারের চাপ কমাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্ত সবাই এক বছরের নিচে সাজাপ্রাপ্ত ছিল। তারা মাদক মামলায় ও বিভিন্ন মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ছিল। সম্প্রতি এ কারাগার থেকে আরও ১৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১০, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।