ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ১১, ২০২০
সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহার মৃত্যু

ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা (৬০)।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন বলে তার ভাই ডা. প্রভাস চন্দ্র সাহা বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, তার বোন আর কে মিশন রোডে থাকতেন।

শনিবার (৯ মে) বুকে ব্যথা অনুভবের পর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চেক আপের পর দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যার্টাক হয়েছে। এরপর তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটায় তিনি পরলোক গমন করেন। দুপুরের পর তার মরদেহ রাজারবাগ মহাশ্মশানে সৎকার করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, সঞ্চিতা সাহা গত বছরের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছিলেন। সুপ্রিমকোর্টের এ আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।