ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

গা‌ড়ি থে‌কে টাকার বস্তা উধাও, ব্যাংকের ৪ জন রিমা‌ন্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ১২, ২০২০
গা‌ড়ি থে‌কে টাকার বস্তা উধাও, ব্যাংকের ৪ জন রিমা‌ন্ডে

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে উধাও হওয়ার ঘটনায় ব্যাংকের ৪ জন‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য রিমা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। 

মঙ্গলবার (১২ মে) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল একদিনের জন্য ওই ব্যক্তিদের রিমান্ড মঞ্জুর ক‌রেন। রিমান্ডে নেওয়া ব‌্যক্তিরা হলেন- ন্যাশন্যাল ব্যাংকের দিলকুশা শাখার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫) এবং দুই নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলী (৫০)।

মঙ্গলবার এ চারজনকে আদালতে হাজির করে টাকা উধাও‌য়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক, তদন্ত কর্মকর্তা শাওন কুমার বিশ্বাস। অপরদিকে আসা‌মিপ‌ক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযুক্তদের জামিন আবেদন নাকচ করে এক দিনের জন‌্য রিমান্ডে পাঠান।

সিএমএম আদাল‌তে কোতোয়ালি থানার সাধারণ কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১০ মে) রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করে মতিঝিল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা খোয়া যায়। টাকা বহন করা গাড়িটি বাবুবাজার এলাকায় পৌঁছালে টাকার বস্তা খোয়া যাওয়ার বিষয়টি টের পান গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা দুই সশস্ত্র নিরাপত্তাকর্মীকে নিয়ে পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা তোলেন। পরে সেই টাকাসহ গাড়ি নিয়ে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হন তারা। পুরান ঢাকার বাবুবাজারে পৌঁছানোর পর গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে রোববার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই ৪ জন‌কে পু‌লিশ হেফাজ‌তে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১২, ২০২০
কেআই/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।