ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইউনাইটেডের অগ্নিকাণ্ড নিয়ে হাইকোর্টে শুনানি রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ইউনাইটেডের অগ্নিকাণ্ড নিয়ে হাইকোর্টে শুনানি রোববার

ঢাকা: ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা ইউনিটের ৫ রোগীর মৃত্যুর ঘটনায় চাওয়া প্রতিবেদন নিয়ে রোববার (১৪ জুন) হাইকোর্টে শুনানি হতে পারে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে রোববারের কার‌্যতালিকায় এ বিষয়ে দুটি রিট আদেশের জন্য রয়েছে।

এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে  গত ২ জুন ইউনাইটেড হাসপাতাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশের মহাপরিদর্শকের কাছে ১৪ জুনের মধ্যে পৃথক  প্রতিবেদন চাওয়া হয়।  

গত ৩০ মে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব।

এর মধ্যে ১ জুন আরও একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ।

শনিবার (১৩ জুন) নিয়াজ মুহাম্মদ মাহবুব জানান, আদালতের আগামীকালের (রোববার) কার‌্যতালিকায় রিটটি এক নম্বরে রয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য রোববার তারিখ নির্ধারিত রয়েছে।  

২৮ মে ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. সাগুফা আনোয়ারের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও এক নারী রয়েছেন। তারা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহবুব (৫০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৮ মে বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে মূল ভবনের বাইরে হাসপাতাল সংলগ্ন  করোনা আইসোলেশন ইউনিটে সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েক মিনিটের মধ্যেই আগুন আইসোলেশন ইউনিটের সর্বত্র ছড়িয়ে পড়ে। সে সময় আবহাওয়া খারাপ ছিল ও বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুর্ভাগ্যজনকভাবে সেখানে ভর্তি পাঁচজন রোগীকে বাইরে বের করা সম্ভব হয়নি। তারা ভেতরেই মারা যান। আইসোলেশন ইউনিটের ৫ জনই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ইএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।