ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বালিশকাণ্ড: জামিন পাননি এক প্রকৌশলী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
বালিশকাণ্ড: জামিন পাননি এক প্রকৌশলী

ঢাকা: পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের জন্য অস্বাভাবিক দামে আসবাব ও অন্যান্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপ সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জামনি পাননি।

রোববার (৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চ তার জামিন আবেদন নিয়মিত কোর্ট খোলা পর‌্যন্ত স্ট্যান্ডওভার রাখেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, আদালত এখন জামিন না দিয়ে আবেদন তিনটি নিয়মিত কোর্ট খোলা পর‌্যন্ত স্ট্যান্ডওভার রেখেছেন।

গত বছরের ১২ ডিসেম্বর পাবনায় দুদক কয়েকটি মামলা করে। তারপর থেকে কারাগারেই আছেন মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।