ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের কর্মসূচি অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
সনদের দাবিতে শিক্ষানবিশ আইনজীবীদের কর্মসূচি অব্যাহত

ঢাকা: এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা বাংলাদেশ বার কাউন্সিলের সনদের দাবিতে লাগাতার কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণরা এ কর্মসূচি পালন করছেন।

সনদ দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবী ফজলে রাব্বী স্মরণ।

করোনার কারণে দীর্ঘদিন ঝুলে থাকতে হবে এমন আশঙ্কায় তারা সনদ চাচ্ছেন।

তার মতে, আগে একটি ধাপে পরীক্ষা (মৌখিক পরীক্ষা) ভাইবা নিয়ে সনদ দেওয়া হতো। পরে আইন সংশোধনের মাধ্যমে তিনটি ধাপ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর সনদ দেওয়া হয়।

রাব্বি বলেন, ২০১৭ ও ২০২০ সালের সর্বমোট প্রায় ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী।

এর আগে গত ৬ জুন বার কাউন্সিল ও আইন মন্ত্রনালয়ে, ৯ জুন দেশের বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন শিক্ষানবিশ আইনজীবীরা।

এর মধ্যে ৭ জুন বার কাউন্সিল অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং ৩০ জুন সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তারা।

পরবর্তীসময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অনশন কর্মসূচি পালন শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।