ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

আদালতে সাহেদের সহযোগী তারেকের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
আদালতে সাহেদের সহযোগী তারেকের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা ও রোগীর চিকিৎসায় অনিয়ম ও প্রতারণার বিষয়ে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

 

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা যায়, তারেক রিজেন্ট হাসপাতালের অনিয়মের বিভিন্ন বিষয় স্বীকার করেছেন। এসব অনিয়ম ও জালিয়াতির সঙ্গে নিজের ও সাহেদের সম্পৃক্ততার বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন।
 
গত ৯ জুলাই রাজধানীর নাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৬ জুলাই মামলার প্রধান আসামি সাহেদের সঙ্গে তারেককেও পুনরায় সাতদিনের রিমান্ডে পাঠান আদালত।
 
সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে বিচারক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
 
গত ৬ জুলাই রাতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। পরে করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব।
 
মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়। গত ৭ জুলাই বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব। ওইদিন সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যক্রম বন্ধের নির্দেশের কথা বলা হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।