ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হিউম্যানিটি ফাউন্ডেশন ঢাকার কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
হিউম্যানিটি ফাউন্ডেশন ঢাকার কমিটি ঘোষণা অ্যাডভোকেট পারভেজ ও আল-মাহমুদ খান।

ঢাকা: অ্যাডভোকেট পারভেজকে সভাপতি এবং অ্যাডভোকেট আল-মাহমুদ খানকে সাধারণ সম্পাদক করে মানবাধিকার সংগঠন  হিউম্যানিটি ফাউন্ডেশন ঢাকার কমিটি ঘোষণা করা হয়েছে।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট এ.এইচ.এম. মোঞ্জুরুল কবির মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন ভুঁইয়া, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সোহেল আমিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম শান্ত, সমাজ-কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ভুঁইয়া, মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সুবর্ণা নাসরিন সীমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, কার্যকরি সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন,  অ্যাডভোকেট ইমরান আলী, অ্যাডভোকেট স্মৃতি রাণী দাস ও অ্যাডভোকেট মাফরুজা নাজনিন।

এছাড়াও এই কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমা আক্তার, অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট পারভেজ হাসেম এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য জীবনানন্দ চন্দ্র জয়ন্ত ও মহিবুর রহমান মিহিরকে কমিটির উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

কমিটি গঠন অনুষ্ঠানে হিউম্যানিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
কেআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।