ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রামপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
রামপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রামপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মোহর আলী (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।

 

এর আগে রোববার (১৬ আগস্ট) মোহর আলীকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীর বন্ধু আসামি মোহর আলী। শনিবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে পূর্ব হাজীপাড়ায় নিজ বাসায় ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী রাগ করে বাসা থেকে বের হয়ে যান। এরপর খোঁজাখুজি করে কোথাও না পেয়ে স্বামীর বন্ধু মোহর আলীকে ফোন করেন ওই গৃহবধূ।

মোহর আলী জানান, বন্ধু তার বাসায় আছেন। সে যেন এসে তাকে বুঝিয়ে নিয়ে যান। তার কথায় ওই গৃহবধূ মোহর আলীর বাসায় গিয়ে দেখেন তার স্বামী সেখানে নেই। তখন মোহর আলী তাকে ধর্ষণ করেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, এ ঘটনায় রোববার ওই দম্পতি রামপুরা থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ মোহর আলীকে গ্রেফতার করেছে।  

তিনি আরও জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে রোববার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
কেআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।