ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

খাদ্যগুদামের চাল ক্রয়: আমজাদকে কেন জামিন নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
খাদ্যগুদামের চাল ক্রয়: আমজাদকে কেন জামিন নয় হাইকোর্টের ফাইল ছবি

ঢাকা: বগুড়ার গাবতলী উপজেলার সাবেক পাড়া খাদ্যগুদাম থেকে সরকারি চাল কেনার অভিযোগের মামলায় ক্রেতা আমজাদ শাহীনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

তার করা জামিনের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন সালেহা ইসলাম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা, দুদকের পক্ষে ছিলেন মো. আসিফ হাসান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছেন।

৩০ মে বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে চাল ট্রাকে লোড করার সময় পুলিশ ট্রাকসহ ১৫ মেট্রিক টন সরকারি চাল ও গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল, গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল ক্রয়কারী ব্যবসায়ী আমজাদ হোসেনকে পুলিশ আটক করে।

এ ঘটনায় দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপজেলা সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেন। পরে আটক গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও নৈশপ্রহরী সাদেকুল ইসলামকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।