ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফেসবুকে শিপ্রাকে নিয়ে মন্তব্য: রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ফেসবুকে শিপ্রাকে নিয়ে মন্তব্য: রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ শিপ্রা দেবনাথ: ছবি: সংগৃহীত

ঢাকা: নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের ডকুমেন্টারি ফিল্ম নির্মাণের সহকর্মী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শিপ্রা দেবনাথকে নিয়ে ফেসবুকে সম্মানহানিকর মন্তব্য এবং এ বিষয়ে অনুসন্ধান চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন যুক্ত করে ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক এ রিট আবেদনটি করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়, নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহকর্মী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শিপ্রা দেবনাথ অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। তার ছোটভাই শুভজিৎ কুমার দেবনাথ বলেন, পুলিশের উঁচু পর্যায়ের কর্মকর্তা ও কিছু লোক শিপ্রার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে ছড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে।

এ প্রতিবেদন যুক্ত করে রিট করেন ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। রিটে ফেসবুকে সম্মানহানিকর মন্তব্য কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আর্জি জানান। এছাড়া প্রতিবেদন অনুসারে অনুসন্ধানও চেয়েছিলেন।

রিটে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান, খুলনা রেঞ্জের ডিআইজি, সাতক্ষীরার পুলিশ সুপার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপিকে (ঢাকা মেট্রো-সাউথ)।

পরে মনোজ কুমার ভৌমিক বলেন, এটা মৌলিক অধিকারের বিষয়। শুধু শিপ্রা নয়, যে কেউ এর ভিকটিম হতে পারে। আমার মা, আমর বোন। তাই আমি সংক্ষুব্ধ হয়ে রিট করেছি। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় জানান, আইনের দৃষ্টিতে এ রিট চলে না (নট মেইনটেইনেবল)। তাই আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০,২০২০
ইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।