ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিমানবাহিনীর একজনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
বিমানবাহিনীর একজনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল স্থগিত সুপ্রিম কোর্টের ফাইল ফটো

ঢাকা: বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের গেজেটে থাকা একজনের ক্ষেত্রে গেজেটটি স্থগিত করেছেন হাইকোর্ট।

বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী মো. শামসুল আলমের করা রিটের শুনানি নিয়ে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

পরে তৌফিক ইনাম টিপু জানান, বিমানবাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে বাহিনীতে যোগদান করেন, তাদের গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে। এবং তাদের ভাতাও স্থগিত করেন।

পরবর্তীকালে ২৭ জুলাই অপর বিজ্ঞপ্তিতে এসব মুক্তিযোদ্ধাকে নতুন করে আবেদন করে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, বিমানবাহিনীর বেসামরিক কর্মচারী মো. শামসুল আলম গেজেট বাতিলের ও নতুন করে আবেদন করার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে বলা হয়, কোনো রকম ব্যক্তিগত শুনানি ছাড়াই গেজেট বাতিল সম্পূর্ণ বেআইনি।

শুনানি শেষে রুল জারি করে প্রজ্ঞাপনের শামসুল আলমের অংশটুকু স্থগিত করেন এবং তাকে ভাতা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তৌফিক ইনাম।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।