ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রিফাত হত্যা

বরগুনায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন ১৬ সেপ্টেম্বর 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
বরগুনায় রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন ১৬ সেপ্টেম্বর  রিফাত

বরগুনা: বরগুনায় রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি প্রথমে এ মামলার সাক্ষী ছিলেন।

 পরে মামলায় তাকে আসামি করা হয়। মিন্নির যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে প্রাপ্ত বয়স্ক আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।  

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে তার পক্ষের আইনজীবীরা বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলায় এ পর্যন্ত ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিদের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।  

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, মামলায় সব বিচারিক কার্যক্রম শেষ হলে মিন্নির জামিনের বিষয়ে সিদ্বান্ত নেওয়া হবে। মামলা বিচারাধীন থাকা পর্যন্ত তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকবেন।  

তিনি আরও বলেন, অদালতের কাছে আমরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আদালতের বিচারক যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ১৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার বলেন, রিফাত হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে এ মামলায় ৭৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। রোববার মিন্নির যুক্তিতর্কের মাধ্যমে যুক্তিতর্ক শেষ হলেও তাদের যুক্তি খণ্ডনের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আমরা আমাদের পক্ষ থেকে আসামিপক্ষ যেসব যুক্তিতর্ক ও হাইকোর্টের নির্দেশনা তুলে ধরছেন, সেগুলো আগামী ১৬ সেপ্টেম্বর খণ্ডন করব।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করেন। গুরুতর আহত রিফাত ওই দিনই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।