ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

তারাকান্দার রাজ্জাক হত্যায় হাইকোর্টে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
তারাকান্দার রাজ্জাক হত্যায় হাইকোর্টে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল সুপ্রিম কোর্টের ফাইল ফটো

ঢাকা: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ চারজনের মধ্যে তিনজনের ক্ষেত্রে বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি একজনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন।

এ বিষয়ে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে সোমবার (০৭ সেপ্টেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও ফজলুল হক খান ফরিদ।

আইনজীবীরা জানান, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দার মধুপুর বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন ভ্যানচালক আব্দুর রাজ্জাক। এ সময় আব্দুর রাজ্জাককে ভ্যানের গতিরোধ করে নৃশংসভাবে হত্যা করেন আসামিরা। পরে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মরদেহ পাশের একটি ধানক্ষেতে ফেলে যান।

এরপর ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে আসামি মীর জাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তার দেওয়া তথ্যমতে বাকি আসামিদের আটক করা হয়।

এ ঘটনার পরদিন নিহত রাজ্জাকের ভাই হযরত আলী ফকির বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। এই মামলায় বিচার শেষে ২০১৫ সালের ৪ মে বিচারিক আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দেন।

পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

ফজুলল হক খান ফরিদ বলেন, শুনানি শেষে হাইকোর্ট মীর জাহান, এমদাদুল হক ওরফে এনদা ও আনিসুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। আর জিয়ারুল হকের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

** হত্যা মামলায় ময়মনসিংহে ৪ জনের ফাঁসি

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।