ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

কবিরহাটে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
কবিরহাটে ভাইকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই মো. ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমদ জুয়েল জানান, ২০১০ সালে পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের পরিকল্পনা অনুসারে ছোট ভাই সামছুদ্দিন ইলিয়াছকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বড় ভাই ও তার সহযোগীরা এলাকায় প্রচার করে ডাকাতদল ডাকাতি করার সময় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।  

পরে এ ঘটনায় নিহত সামছুদ্দিনের পরিবারের কোনো সদস্য মামলা না করায় তৎকালীন কবিরহাট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল হক কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযুক্ত আসামি মো. ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।