ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পিয়াস মিয়া

ফরিদপুর: ফরিদপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় পিয়াস মিয়া (২১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবীর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পিয়াস জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুর হাটি গ্রামের পান্নু মিয়ার ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উচা বাজারের একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল জেএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রী। ফুকুরহাটি মিয়া বাড়ির সামনে এলে আগে থেকেই সেখানে থাকা বখাটে পিয়াস ওই শিক্ষার্থীর মুখে ওড়না পেচিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।  

এ ঘটনায় পরের দিন ২৪ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে পিয়াসকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।