ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

কোকেন-হেরোইন মামলা: চয়েজ রহমানের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
কোকেন-হেরোইন মামলা: চয়েজ রহমানের জামিন স্থগিত

ঢাকা: দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ ও হেফাজতকরণের মামলায় চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। চয়েজ রহমানের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে অমিত দাশগুপ্ত জানান, দেশ-বিদেশ থেকে ৩০২ দশমিক ৩৫৯ কেজি হেরোইন ও ৫ দশমিক ২৯৮ কেজি কোকেন  সংগ্রহ ও হেফাজতের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি চয়েজ রহমানের বিরুদ্ধে এ মামলা করে সিআইডি।

এ মামলায় ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট চয়েজ রহমানকে জামিন দেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রোববার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান অমিত দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।