ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেলের মৃত্যু বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
অ্যাটর্নি জেনারেলের মৃত্যু বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু অনেক কষ্টের।

আইন ও বিচারাঙ্গনের জন্য এটা অপূরণীয় ক্ষতি।

রাজধানীর মিনিস্টার্স অ্যাপাটমেন্টে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে বৃহস্পতিবার (১ অক্টোবর) কুলখানির আয়োজনে একথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এতে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তার নম্রতা, ভদ্রতা ছিল সবার জন্য অনুকরণীয়। কখনো তিনি মেজাজ খারাপ করেননি।

শ ম রেজাউল করিম বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি সাদামাটা ভালো মানুষ ছিলেন। সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। মামলা শেষে আদালত থেকে বের হয়ে হাত ধরে সুন্দর করে কথা বলতেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০১,২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।