ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
সিলেটে অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবন

সিলোট: সিলেটের গোলাপগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অপর দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবারর (৭ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে মতিউর রহমান ওরফে আতাউর (২৩) ও একই উপজেলার লামাগ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ফয়ছল আহমদ (২১)। দণ্ডিতদের মধ্যে ফয়ছল কারাগারে এবং মতিউর পলাতক রয়েছেন।  

এছাড়া মামলা থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার সাদেকপুরের মবশ্বির আলীর ছেলে হাজারি শিপন (৩০) ও জেলার গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুরের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক (৪৫)।

মামলায় রাষ্ট্রপক্ষে থাকা আদালতের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) জসিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৪ নভেম্বর রাতে ডাকাতির প্রস্ততিকালে পুলিশ অভিযানি চালায়। এসময় মতিউর রহমান ও কয়েছ আহমদকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয় এবং অপর অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আতিকুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ ২০১৭ সালের ৩ মে আদালতে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

আদালত সূত্র আরও জানায়, মামলাটি অত্র আদালতে বিচার প্রক্রিয়ার জন্য স্থানান্তর করা হলে ২০১৭ সালের ১৬ জুলাই অভিযোগ গঠনের পর ১৩ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।