ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে মাদক মামলায় এক আসামির ১৫ বছরের জেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
সিলেটে মাদক মামলায় এক আসামির ১৫ বছরের জেল

সিলেট: সিলেটে মাদক মামলায় মিনু মিয়া (৪৬) নামে এক আসামির ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ রায় দেন।
 
রায়ে দণ্ডপ্রাপ্ত মিনু মিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ছরবিয়া গ্রামের বাসিন্দা। এখন তিনি পলাতক রয়েছেন।
 
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এসএম রেহানা পারভীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া মায়া ভিলার সামনে মেইন সড়ক থেকে ৩ লাখ টাকার ইয়াবাসহ মিনুকে গ্রেফতার করা হয়। তাকে আসামি করে জকিগঞ্জ থানার একটি মামলা (নং-৭(৯)২০১৭) দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পীযুষ কান্তি দাস। পরবর্তীতে এ মামলায় আসামি জামিনে গিয়ে পলাতক হন।
 
২০১৭ সালের ৬ অক্টোবর একমাত্র মিনুকে আসামি করে আদালতে চার্জশিট (নং-২৭৯) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরুজ তারেক। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে দায়রা ১২৫৩/১৭ মূলে রেকর্ড করে ২০১৮ সালের ২ জানুয়ারি চার্জ গঠন হয়। বিচারকার্য শুরু হওয়ার পর ৯ জন সাক্ষীর ৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।