ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে শিশু ধর্ষণের মামলায় প্রধান আসামির আদালতে দায় স্বীকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
মানিকগঞ্জে শিশু ধর্ষণের মামলায় প্রধান আসামির আদালতে দায় স্বীকার

মানিকগঞ্জ: মানিকগঞ্জে হরিরামপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি শেখ জামির হোসেনকে (৪৫) বুধবার রাতে ফরিদপুর থেকে গ্রেফতার করে এবং বাকি দুই আসামি জামির হোসেনের মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেনকে রাতেই হরিরামপুর থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামিকে উপস্থাপন করা হয়।

প্রধান আসামি জামির হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছেন।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মুঈদ চৌধুরী বলেন, গত ৩ অক্টোবর সকালে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের ৫ বছরের এক শিশুকে  প্রতিবেশী জামির হোসেন ধর্ষণ করে। বর্তমানে ওই শিশুটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে । পরে শিশুটির পিতা বাদী হয়ে বুধবার ৪ জনের নামে হরিরামপুর থানায় মামলা করেছেন । এরা হচ্ছেন অভিযুক্ত ধর্ষক শেখ জামির হোসেন (৪৫), তার বাবা শেখ ছামিদ হোসেন, মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেন । এদের মধ্যে প্রধান আসামি জামির হোসেন ছাড়া বাকি ৩ জন ধর্ষণের পর শিশুটির পরিবারকে থানায় আসতে বাধা দেওয়া ও শিশুর চিকিৎসা বিলম্ব করায় আসামি হয়েছেন।

৪ জন আসামির মধ্যে প্রধান আসামীসহ ৩ জনকে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ০৪ এর বিচারক পারভেজ আহম্মেদ এর আদালতে উপস্থিত করা হয় । প্রধান আসামি জামির হোসেন আদালতের কাছে ১৬৪ ধারায় ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন । বিচারক প্রধান আসামিসহ বাকি দুই জনকেও জেল হাজতে প্রেরন করার নির্দেশ দিয়েছেন ।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘন্টা, অক্টোবর ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।