ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফেনীর ইউনুছ হত্যা মামলার আসামি শাহীন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ফেনীর ইউনুছ হত্যা মামলার আসামি শাহীন রিমান্ডে

ফেনী: ফেনীর পাঠনবাড়ি রোডে চাঞ্চল্যকর ইউনুস বাবু (২২) হত্যা মামলার আসামি ভবনের কেয়ারটেকার শাহীনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২অক্টোবর) সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার দুপুরে আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা সুদীপ রায়। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

শনিবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে ইউনুস বাবু (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউনুস চীনের একটি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলো। সে শহরের শাহীন একাডেমি রোড়ের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।  

ধারণা করা হচ্ছে ভবনের কেয়ারটেকার মােজাম্মেল হক শাহীন ও তার সঙ্গী রাকিব মিলে ইউনুস বাবু ও তার বন্ধু শহরিয়ারকে কুপিয়ে সেপটিক ট্যাংকে ফেলে দেয়।  

এরআগে শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কেয়ারটেকার শাহীনকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ জিজ্ঞাসাবাদে কিছু তথ্য উঠে এলে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদন করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।