ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিক-উল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
হাসপাতালে ভর্তি ব্যারিস্টার রফিক-উল হক

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) আদ্-দ্বীন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ১৫ অক্টোবর বিকেলে রফিক-উল হককে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ধক্যজনিত, রক্তশূন্যতা ও ইউরিন ইনফেকশনের কারণে তার শারীরিক দুর্বলতা রয়েছে।  

প্রবীণ এই আইনজীবী ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এজেডএস/ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।