ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

দৌলতপুরে ১৯ কেজি ইলিশ জব্দ, ৮ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
দৌলতপুরে ১৯ কেজি ইলিশ জব্দ, ৮ জেলের জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সররকারি নির্দেশনা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষার্থে ১৪ থেকে  ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী থেকে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে মাছ শিকার রোধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৯ কেজি ইলিশসহ আট জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।