ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় ফজলু (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত ফজলু কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।  

ওই আদালতের পেশকার নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি মেয়েকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ফজলু। এ ঘটনায় ফজলুকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণ হওয়ায় রোববার এ রায় দিলেন বিচারক।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।