ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজগেট এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী মনির হোসেন। ঘটনার দু’দিন পর পুলিশ তালা ভেঙে বসতবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাশেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ জানিয়ে বলেন, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।