ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘ন্যায়বিচার পায়নি মজনু’, দাবি তার আইনজীবীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
‘ন্যায়বিচার পায়নি মজনু’, দাবি তার আইনজীবীর

ঢাকা: ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মজনু ন্যায়বিচার পায়নি বলে দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রবিউল ইসলাম রবি।

রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি।

তাই এই মামলায় যে দণ্ড দেওয়া হয়েছে তাতে আসামি ন্যায়বিচার পায়নি। সে ইচ্ছা করলে উচ্চ আদালতে আপিল করতে পারবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

গত ১২ নভেম্বর এই মামলায় একমাত্র আসামি মজনুর আত্মপক্ষ সমর্থন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন।

গত ৫ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৪ সাক্ষীর ২০ জন আদালতে সাক্ষ্য দেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।