ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ২টায় বাদী হয়ে মামলাটি করেন নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা মোকসুদা বেগম।

মামলায় বিজিবি সদস্যসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

>>>সৈয়দপুরে চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ বিজিবি সদস্যের বিরুদ্ধে

মামলায় উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর বিকেলে প্রতিবেশী বিজিবি সদস্য আকতারুজ্জামান বাড়িতে এক পেয়ে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে মোটরসাইকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সাজেদা ক্লিনিকে নিয়ে যান। সেখানে বিজিবি সদস্যসহ আরও কয়েকজন ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করেন। পরদিন ১০ নভেম্বর আকতারুজ্জামান স্কুলছাত্রীকে বাড়িতে পৌঁছে দেন। এতে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে আকতারুজ্জামান, শামসুর রহমান, রশিদুল ইসলাম, সিয়াম, হাবিব ও জাহাঙ্গীর আলমকে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।