ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

না.গঞ্জে বিস্ফোরক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
না.গঞ্জে বিস্ফোরক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি বিস্ফোরক মামলায় হুমায়ন কবির নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় অপর দুই আসামি খালাস পেয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলার সাত নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।  

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বাংলানিউজকে জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমাণ পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করেন রূপগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

তিনি জানান, এ মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুমায়ন কবিরকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় দোষী সাব্যস্ত  না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।