ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপু‌রে প্রবাসীর স্ত্রী‌ হত্যায় পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
মাদারীপু‌রে প্রবাসীর স্ত্রী‌ হত্যায় পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

মাদারীপুর: মাদারীপুরে প্রবাসীর স্ত্রী‌কে হত্যার দায়ে তার পরকীয়া প্রেমিক র‌ফিকুল ইসলা‌মকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

মামলার রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বী সি‌দ্দিকুর রহমান সিং জানান, ২০১৮ সালে মোবাইল ফো‌নে প‌রিচয়ের সূ‌ত্রে মাদারীপুর শহ‌রের পাঠককা‌ন্দি এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রী রুমা আক্তা‌র ও সদর উপ‌জেলার শিরখাড়া গ্রামের পান্না হাওলাদা‌রের ছে‌লে র‌ফিকুল ইসলা‌ম পরকীয়ায় জ‌ড়ি‌য়ে পড়েন। প‌রে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ২০১৮ সা‌লের ১৪ মার্চ রা‌তে হাত-পা বেঁধে শ্বাস‌রোধ ক‌রে মেয়েটিকে হত্যা ক‌রেন তিনি। এ ঘটনায় প‌রের দিন রুমার মা হেনা বেগম বাদী হ‌য়ে রফিকুলের বিরুদ্ধে হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। দীর্ঘ শুনা‌নি শে‌ষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার রফিকুলকে মৃত্যুদণ্ড দেন বিচারক।

নিহতের মা হেনা বেগম বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। আমরা চাই দ্রুত রায় কার্যকর হোক।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।