ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

যশোর: যশোরে মাদক মামলায় হাফিজ আলী নামে পলাতক এক আসামিকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।  

সোমবার (১৪ ডিসেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আয়শা নাসরীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজ আলী খুলনার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের আব্বাস আলীর ছেলে।  

মামলার বিবরণে জানা যায়, যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ ২০০৯ সালের ১৪ অক্টোবর বড় আঁচড়া বটতলা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাফিজ আলীকে আটক করে বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা। এ ঘটনায় বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি হাফিজ আলীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ইউজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।