ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল: ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল: ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নকল করে ছাপার অভিযোগে গ্রেফতার ছয়জনকে আগামী তিন কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- প্রেস মালিক মো. নজিবুল্লাহ, মো. রফিকুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. তোফাজ্জল শেখ, লালচান শেখ ও মো. সাদেক শেখ।  

এদিন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই লুৎফুর রহমান আসামিদের আদালতে হাজির করে কপিরাইট আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।  

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে লালবাগ থানার শহীদ নগর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বই ছাপার সিটিপি প্লেট ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি, ‘চিলেকোঠার সেপাই’ বইয়ের ১৫টি, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’ বইয়ের ১৫টি এবং একটি বই ছাপার মেশিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।