ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ফেসবুক লাইভে এসে নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় আদালতে সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

রোববার (২০ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়েছেন।

এর আগে, বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন নূর। সেখানে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করেন বলে অভিযোগ তোলেন মামলার বাদি রবিউল হোসেন রুবেল।

মামলা সূত্রে জানা যায়, নূর সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করেন। মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’ এবং ছাত্রলীগ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও মামলার বাদি রবিউল হোসেন রুবেলের নামেও অশালীন মন্তব্য করেন।

বাদী পক্ষের আইনজীবী একরাম হোসেন ডালিম জানান, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের হাকিম আয়েশা বেগম মামলাটি শুনানি করবেন। আমরা শুনানির প্রতীক্ষায় রয়েছি।  

তিনি আরও বলেন, নূর ফেসবুক লাইভে সাংবিধানিক নিয়ম কাঠামোতে বিভেদ সৃষ্টি করে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।