ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর বনানী থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার চোরাচালানি চক্রের তিন সদস্যের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মুকুল হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টায় বনানীর জলখাবার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১০।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।