ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

করোনায় মারা গেলেন ঢাকা জেলা পিপি খন্দকার আব্দুল মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
করোনায় মারা গেলেন ঢাকা জেলা পিপি খন্দকার আব্দুল মান্নান

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর ও  ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মান্নান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক আতাউর রহমান রুকু জানান, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর করোনাজনিত পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়। আব্দুল মান্নান মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।