ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দণ্ডের ২০ বছর পর আপিলে যশোরের সেই নরসুন্দর খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
দণ্ডের ২০ বছর পর আপিলে যশোরের সেই নরসুন্দর খালাস

ঢাকা: রওশন আলী নামে এক কিশোরকে হত্যার অভিযোগে যশোরের শর্শার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নরসুন্দর শফিকুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
 
বুধবার (১৩ জানুয়ারি) তার আপিল গ্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে কারাগারে থাকলে শফিকুলকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

 ১৯৯৬ সালে রওশন আলী নামে এক নরসুন্দর কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা শাহজাহান মিয়া যশোরের শার্শা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি আসামি শফিকুল, খালেক ও নাসিরকে যাবজ্জীবন সাজা দেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পরে আপিলের শুনানিতে ২০০৭ সালের ৭ মে তা বহাল রাখেন হাইকোর্ট।  

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন শফিকুল। বুধবার সে আপিল শুনানি হয়।

শুনানি শেষে সর্বোচ্চ আদালত তার আপিল মঞ্জুর করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, শুনানির সময় দেখা গেলো এখানে বয়সের একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা হলো যে মারা গেছে তার বয়স ১৫। আসামির বয়স ১৬। কিন্তু ১৬ বছরের কারণে মামলাটি শিশু আদালতে হয়নি। এটা হয়েছে রেগুলার কোর্টে। এ বিষয়গুলো আদালতের নজরে এসেছে। শুনানি শেষে আদালত তার আপিল মঞ্জুর করেন। যদি আসামি কারাগারে থেকে থাকে তাহলে অবিলম্বে তাকে মুক্তির একটি অ্যাডভান্স আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা,জানুয়ারি ১৩, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।