ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফেনীতে আইনজীবী সমিতির নির্বাচন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ফেনীতে আইনজীবী সমিতির নির্বাচন শনিবার

ফেনী: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৫টি পদে ২৯ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

সমিতি ভবনের দ্বিতীয় তলায় শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আইনজীবী সমিতি নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গতবারের নির্বাচনে সভাপতি সম্পাদক দুটো পদই ছিলো বিএনপি-জামায়াত সমর্থিতদের দখলে। এবারের নির্বাচনে সেই সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন ভোটাররা। ফলাফল যাই হোক নির্বাচন যুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই মনে করছেন আইনজীবীরা।

শেখ মো. বাহার উল্যাহকে সভাপতি ও গোলাম কিবরিয়া ভূঁঞাকে সাধারণ সম্পাদক পদে রেখে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নুর হোসেনকে সভাপতি ও মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে রেখে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, প্রচার প্রচারণা শেষ ভোটের অপেক্ষায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮৫ জন।

বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে শেখ মো. বাহার উল্যাহ, সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া ভূঁঞা, সহ-সভাপতি পদে মো. আবদুস ছাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর মোশাররফ হোসেন মানিক, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে রেজাউল করিম তুহিন, অডিটর পদে হুমায়ুন কামাল, অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁঞা, লাইব্রেরি সম্পাদক পদে এস এম নাজমুল হক, সদস্য পদে বোরহান উদ্দিন চৌধুরী, রাশেদুল হক ভূঁইয়া, মো. মোশারফ হোসেন খন্দকার, মো. আলাউদ্দিন বিন ওয়াদুদ, রিয়াজ উদ্দিন সুজন ও মো. আবু হানিফ মজুমদার বাবু।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে নুর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি পদে মো. শামছুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিরিন আক্তার রত্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিব্বির আহম্মেদ, অডিটর পদে মোহাম্মদ নোমান চৌধুরী, অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আমির হোসেন সুমন, সদস্য পদে মোহাম্মদ এনামুল করিম খোন্দকার, গাজী তারেক আজীজ, ফজিলাতুন নাহার আঁখি, মো. নুরুল আখতার মামুন, সোমেন মজুমদার বিদ্যুৎ, মো. আবদুল মালেক। এছাড়া সহ-সভাপতি পদে মোহাম্মদ জুলফিকার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী শেখ মো. বাহার উল্যাহ আইনজীবী সমিতির উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন।

অপর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের  নুর হোসেন বলেন, আইনজীবীদের সব উন্নয়নে আমি অতীতেও কাজ করেছি। অতীতের মতো লোভ-লালসার ঊর্ধ্বে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।