ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্র আইনের মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
অস্ত্র আইনের মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড 

ঢাকা: রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় বস্তি থেকে দেশী অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় খোকন নামে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ রোকশানা বেগম হেপী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানায় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

রায়ে অস্ত্র আইনের মামলায় ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে দুইটি সাজা একসঙ্গে চলবে বলে আসামিকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২৪ মে অস্ত্র-গুলির রাখার অপরাধে আসামি খোকনকে গ্রেফতার করেন পুলিশ। ওই বছরের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) রতন কান্তি রায় অভিযোগপত্র দাখিল করেন। মামলাটিতে ১৩ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষ্য দেন।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
‌কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।