ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন সানাউল হক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন সানাউল হক 

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন এম সানাউল হক। ২০১১ সালের ১২ জানুয়ারি থেকে তিনি সংস্থাটির সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (১৮ জানুয়ারি) এম সানাউল হক নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৯ নভেম্বর ইন্তেকাল করেন সংস্থাটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মুহা. আবদুল হাননান খান (৭৮)। তার স্থলাভিষিক্ত হলেন এম সানাউল হক।
  
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।