ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

একাত্তর টিভির ভিডিও এডিটরকে চাপা দেওয়া বাসের হেলপার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
একাত্তর টিভির ভিডিও এডিটরকে চাপা দেওয়া বাসের হেলপার রিমান্ডে

ঢাকা: রাজধানীর বারিধারা এলাকায় একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে চাপা দেওয়া বাসের হেলপার মামুন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শনিবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) মামুন হাওলাদারকে ঝালকাঠি থেকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জাহিদ হোসাইন রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন।  

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মামুন হাওলাদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত ২৭ জানুয়ারি বিকেলে অফিস শেষে মোটরসাইকেলে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।  

এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্রামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিলিভিশনে এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কেআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।