ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কিশোরগঞ্জের সেই সাংবাদিকের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
কিশোরগঞ্জের সেই সাংবাদিকের হাইকোর্টে জামিন হাইকোর্ট, ফাইল ফটো

ঢাকা: কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আকিব হৃদয়কে (২৬) জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ হাতেম আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

২০২০ সালের ২৮ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ মামলা করেন। ওইদিন রাতেই আকিব নামে স্থানীয় এ সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ।

পর দিন ২৯ ডিসেম্বর তাকে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে ২৫ জানুয়ারি তার জামিন আবেদন খারিজ করেন কিশোরগঞ্জের দায়রা জজ আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

আইনজীবীরা জানান, মামলায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। আকিব ছাড়াও মোস্তাফিজুর রহমান ও মনোয়ার হোসেন নামে আরও দু’জনকে আসামি করা হয়েছে।

আকিব জেলা ছাত্রলীগের সাবেক কমিটির উপ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আর মোস্তাফিজুর রহমান সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।

আকিব আনন্দ টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।