ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্বেচ্ছাসেবক খুনের ঘটনায় দুজনের ফাঁসি, তিন জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
স্বেচ্ছাসেবক খুনের ঘটনায় দুজনের ফাঁসি, তিন জনের যাবজ্জীবন

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রাং নামে এক স্বেচ্ছাসেবক খুনের মামলায় দুজনের ফাঁসি এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও সদর উপজেলার সুত্রাপুর এলাকার আইনুল হকের ছেলে অরুণ (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজিব সরকার (৩০), রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের হরিবাস চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চন্দ্র প্রাংসহ হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন যুবক। হরিবাসরে আগত নারীদের উত্যক্ত করছিলেন স্থানীয় কিছু যুবক। সনাতন চন্দ্র এর প্রতিবাদ করলে রাত সাড়ে ১১টার দিকে আসামিরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

জখন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সনাতনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রাং বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ড মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।