ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

সরস্বতী পূজা উপলক্ষে দুপুর পর্যন্ত বিচার কাজ মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
সরস্বতী পূজা উপলক্ষে দুপুর পর্যন্ত বিচার কাজ মুলতবি

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি থাকছে ঢাকার নিম্ন আদালতের সব কার্যক্রম।

তাই মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ সময়ে মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং মহানগর ও জেলার সব ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম এ সময় বন্ধ থাকছে।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব থেকেই সরস্বতী পূজা উপলক্ষে এ আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি রাখার সিদ্ধান্ত ছিল। তাই এ সময়ের মধ্যে কোনো বিচারিক কাজ চলবে না।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টায় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যার দিন ধার্য রয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।