ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

আদালতে দায়ের ধর্ষণ মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
আদালতে দায়ের ধর্ষণ মামলার তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন

ঢাকা: সারাদেশের সব আদালত/ট্রাইব্যুনালে পাঁচ বছরে দায়ের করা ধর্ষণ মামলার সংখ্যা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সারাদেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে এ তথ্য চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি দেওয়া ওই স্মারকে বলা হয়, এক রিট মামলায় গত ২১ অক্টোবর হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন। আদেশে ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারাদেশের থানায়/আদালতে/ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে তার তথ্য চার মাসের মধ্যে বিবাদীদের জানাতে বলা হয়েছে।

এ অবস্থায় গত ২১ অক্টোবরের আদেশের আগের পাঁচ বছরে সারাদেশের সংশ্লিষ্ট আদালত/ট্রাইব্যুনালে দায়েরকৃত ধর্ষণ সম্পর্কিত মামলার সংখ্যা এ চিঠি পাওয়ার সাতদিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।