ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ার সেই তুফান সরকারের জামিন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
বগুড়ার সেই তুফান সরকারের জামিন বাতিল ...

বগুড়া: তিন বছর আগে ভর্তির প্রলোভন দেখিয়ে বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরীসহ তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি বহিস্কৃত শ্রমিক লীগ নেতা সেই তুফান সরকারকে দেওয়া জামিন বাতিল করেছেন আদালত।

রোববার (০৭ মার্চ) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক একেএম ফজলুল হক জামিন বাতিলের ওই আদেশ দেন।

সেসঙ্গে তুফান সরকারের সহযোগী আতিকুর রহমানের জামিনও বাতিল করেন আদালত।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নরেশ চন্দ্র মুখার্জি জানান, রোববার আদালতে তুফান সরকারের জামিন আবেদন নিয়ে শুনানি ছিল। কিন্তু দুদকের একটি মামলায় তুফান সরকার কারাগারে আটক রয়েছেন। তাকে আদালতে আনতে হলে নিয়ম অনুযায়ী আসামি পক্ষের প্রোডাকশন ওয়ারেন্ট (পি/ডব্লিউ) চাইবার কথা। কিন্তু তুফান সরকারের আইনজীবী সেটি না করে টাইম পিটিশন (সময়ের আবেদন) দিলে আদালত সেটি নাকচ করে জামিন বাতিল করেন। এছাড়া তুফানের সহযোগী আতিকুর রহমান আদালতে অনুপস্থিত থাকায় তার জামিনও বাতিল করা হয়।

এর আগে গত ১৭ জানুয়ারি একই আদালত তুফান সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছিলেন। সেই জামিন দেওয়ার ৫০ দিনের মাথায় আদালত জামিন নাকচ করেন।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।